ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো মাত্র তিন সপ্তাহে। গত ১৭ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ পেরিয়ে যায়। বৃহস্পতিবার রাতে তা ২০ লাখ ছাড়িয়ে গেছে এবং গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত ৬২ হাজার ৫৩৮ জনের করোনা পজিটিভ হয়েছে। আর তাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন।
একদিনে করোনায় মারা গেছেন ৮৮৬ জন। আর তাতে মোট করোনায় মৃত্যু ৪১ হাজার ছাড়িয়ে গেছে। মহামারি শুরুর পর এখন পর্যন্ত প্রাণহানি ৪১ হাজার ৫৮৫ জনের।
১৩ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭.৯৮ শতাংশ, একদিনে সুস্থ ৪৯ হাজার ৭৬৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৩৮৪ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্যে একদিনে সংক্রমিত সাড়ে ১১ হাজারের বেশি লোক। সেখানে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৬ জন। এই রাজ্যে মোট আক্রান্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু বেড়ে ১৬ হাজার ৭৯২। একদিনে সর্বোচ্চ সংক্রমণে মহারাষ্ট্রের পরে আছে অন্ধ্র প্রদেশ (১০৩২৮), কর্নাটক (৬৮০৫), তামিলনাড়ু (৫৬৮৪) ও উত্তর প্রদেশ (৪৫৮৬)।
শতাধিক মৃত্যু হয়েছে তামিলনাড়ুতে (১১০)। বৃহস্পতিবার প্রাণহানিতে শীর্ষ পাঁচ রাজ্যের তালিকায় আরও রয়েছে কর্নাটক (৯৩), অন্ধ্রপ্রদেশ (৭২) ও উত্তর প্রদেশ (৬১)।