প্রথমে মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তার ছোট ভাইও করোনায় আক্রান্ত হন। তাদের পরে মাশরাফির বউ সুমনাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাস মাশরাফির পরিবারের পিছু ছাড়ছে না।
এবার মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মাশরাফির পরিবারের করোনার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
শরীরে করোনার উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার তারা প্রত্যেকে নমুনা পরীক্ষা করতে দেন। শুক্রবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা এখন সুস্থ।
ঈদ করতে পরিবার নিয়ে নড়াইল গিয়েছিলেন মাশরাফি। মেয়ে হুমায়রা মর্তুজা অসুস্থ হওয়ায় ঈদের দুইদিন পরই ঢাকা ফিরে আসেন জাতীয় দলে এ পেসার।