পাকিস্তানের বেলুচিস্তান একটি প্রদেশে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।
সোমবার (১০ আগস্ট) দেশটির আফগান সীমান্তের কাছের বেলুচিস্তান প্রদেশের চমন মল রোডে এ ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাদেশিকের পুলিশ মোহাম্মদ মোহসিন বলেন, দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরবাইকে বোমা রেখেছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এজাজ শাহ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃস্টির লক্ষ্যেই এ ধরনের হামলা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।