নরেশ মধু
বিষন্ন সকাল। আকাশ জুড়ে কালো মেঘ।
রাস্তা ঘাট জন শুন্য। ঠুন ঠুান শব্দ । দ্রুত রিক্সা পাড় হয়
বিস্তর পথ। শালিকের দল নেমে পড়ে পিচ ঢালা পথে
খাদ্যের অন্বেষণ। হা ভাতে নেড়ি কুত্তার মিছিল
ঘেউ ঘেউ শব্দ । তারপর নিঃস্তব্ধ। মানুষের মিছিল
আধ পোড়া সানকি দু’হাত আকাশে । হা-হা কার চারিদিকে।
মনন্তর । আকাশ বাতাস ভারী
নীরব কান্না । স্বজনের আহাজারি কোথায়ও নেই
যে যার মত মুখ লুকায় আচঁলে। বোবা কান্না ফিরে বাতাসে।
আত্মার আত্মজ আজ খুব বেশী অপরিচিত
জন্মের আতুর ঘর কোথাও নেই
মাতৃজঠরের দশমাস অনন্ত আকাশে ঘুরপাক খেয়ে
পৌছে যায় পরিচয়হীন -গোত্রহীন ব্রহ্ম লোকে।
মানুষ ও প্রকৃতি সংহার সৃষ্টি পরস্পর মুখোমুখি
পরাভূত বিজ্ঞান, ধর্ম স্রষ্টার কাছে আজ সকরুণ মিনতি
সারি সারি মৃত মানুষের মিছিল , হা-হা-কার মানবিক মূল্যবোধ
সানকির মিছিল ভূখারা সব দলে দলে
শ্রমিকের ঘামে ঝড়া কাফিন
করোনা ভাইরাস পাহাড়ায় প্রকৃতির প্রতিশোধ।