বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী জালাল উদ্দিন তুহিনের উদ্যোগে ঈশ্বরদীতে খাঁচাবন্দি পায়রাসহ ৯০টি পাখি অবমুক্ত করা হয়েছে।
গত রোববার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালের সামনে এসব পাখি অবমুক্ত করে আকাশে উড়িয়ে দেওয়া এবং ১০০০ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকায় অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়।
জালাল উদ্দিন তুহিন পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামীলীগের একজন মনোনয়নপ্রত্যাশী। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সংগে যুক্ত। করোনার সংকটকালে তুহিন ঈশ্বরদীর প্রায় তিন হাজার মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যসহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। করোনাকালে তাঁর “ভালোবাসার গাড়ি, পৌছে যাবে বাড়ি বাড়ি” নামে ভ্রাম্যমাণ সহায়তা কর্মসূচির মাধ্যমে এক হাজারের অধিক দু:স্থ ও অসহায় পরিবারের বাড়িতে এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তিনি জনপ্রিয়তা পান।
বঙ্গমাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে জালাল উদ্দিন তুহিন বলেন, বঙ্গমাতার দূরদর্শীতায় বাংলাদেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল। স্বাধীনতার জন্য বঙ্গমাতার মহান ত্যাগ ইতিহাসে চিরভাস্মর হয়ে আছে। তাঁর অনুপ্রেরণা, সাহস ও সহযোগিতায় জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবর রহমান আরো বেশি শক্তি পেয়েছিলেন। এক প্রশ্নের জবাবে তুহিন জানান, পাবনা- ৪ আসনে উপনির্বাচনে তিনি দলের কাছে এমপি প্রত্যাশী হিসেবে মনোনয়ন চাইবেন। তবে দেশ ও দলের স্বার্থে তিনি জননেত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত নির্দেশনা মেনে নিতে প্রস্তুত।
ব্যতিক্রমী এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইমরুল কায়েস দারা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সুমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক নেতা দিদারুজ্জামান স্বপন, বিএসআরআই কর্মচারী লীগের সাংগাঠনিক সম্পাদক নাজমুল হুদা, সাংস্কৃতিক কর্মী ফারিহা বিনতে কায়েস নোরা, যুবলীগ সাবেক নেতা সাজদার রহমান মুকিম, প্রমূখ।