শুক্রবার (১৪ আগস্ট) সকালে শ্রীনগরের উপকণ্ঠে পুলিশের একটি দল জঙ্গিদের হামলার মুখোমুখি হয়। আর তাতে জম্মু-কাশ্মির পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানতে পেরেছে, নওগামে হামলার শিকার হয় দলটি। ওই আক্রমণে তিন পুলিশ আহত হন এবং চিকিৎসা করাতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
কাশ্মির পুলিশ টুইটারে ওই ঘটনার সর্বশেষ তথ্য জানায়, ‘নওগাম বাইপাসের কাছে একটি পুলিশ দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। ৩ পুলিশ সদস্য আহত হন, তাদের দুজন মারা গেছেন। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। স্বাধীনতা উদযাপনে সন্ত্রাসীরা যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য কাশ্মির পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।