অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের সাবেক সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লিখেছেন, ‘আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।’
এই সপ্তাহে চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছোতে দেখা গিয়েছে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলা আইপিএলে সম্ভবত খেলতে পারেন ধোনি।
প্রসঙ্গত, ক্রিকেট থেকে ধোনির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেট পাড়ায় জল্পনা চলছিল। তবে বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল।
এক সংবাদ সম্মেলনে অবসর নেওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হেসে উড়িয়ে দিয়ে ধোনি বলেছিলেন, ‘আপনি কি চান আমি অবসর নিই? আমায় দেখে কি আনফিট মনে হচ্ছে? আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারব?’ ধোনির পাল্টা প্রশ্নবাণে জনৈক সাংবাদিক বলেছিলেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই’!