শুক্রবার (১৪ আগস্ট) নিউ ইয়র্কের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭২ বছর বয়সি ভাই খুব খারাপ সময় পার করছে জানান তিনি। তবে শনিবার (১৫ আগস্ট) রাতে রবার্টের মৃত্যুর কথা ঘোষণা করলেন ট্রাম্প।
এক বিবৃতিতে ৭৪ বছর বয়সি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি শোকসন্তপ্ত হৃদয়ে জানাচ্ছি আমার চমৎকার ভাই, রবার্ট আজ রাতে মারা গেছে। সে শুধু আমার ভাই ছিল না, আমার সেরা বন্ধু ছিল। তার অভাব খুব বোধ করবো, কিন্তু আমরা আবারো একসঙ্গে হবো। তার স্মৃতি আমার অন্তরে থাকবে সারা জীবন। রবার্ট আমি তোমাকে ভালোবাসি, শান্তিতে ঘুমাও।’
ট্রাম্পের চেয়ে মাত্র দুই বছরের ছোট রবার্ট। দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের ঘনত্ব যে কতটা ছিল শুক্রবার তাকে হাসপাতালে দেখতে গিয়ে প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘আমার একজন চমৎকার ভাই, প্রথম দিন থেকে আমাদের দারুণ একটা সম্পর্ক যা অনেক দিনের। এখন সে হাসপাতালে। আশা করি সে সুস্থ হয়ে উঠবে, কঠিন সময় পার করছে সে।’ কতদিন ধরে রবার্ট হাসপাতালে ভর্তি ছিলেন কিংবা কী রোগ ছিল তা জানাননি প্রেসিডেন্ট।
সম্প্রতি নির্বাচনী সমাবেশে রবার্টকে উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, ‘একজন সত্যিকারের ভালো মানুষ, যাকে ভালোবাসি আমি তাকে সম্মান জানাতে চাই। সেও আপনাদের শ্রদ্ধা করে।’ এর আগে গত জুনে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহেরও বেশি ইনসেনটিভ কেয়ার ইউনিটে ছিলেন রবার্ট।