গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৭ জন।
এছাড়া, একই সময়ে নতুন করে আরো ২ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ জনের।
এদিকে ভাইরাসে আক্রান্ত আরো ১ হাজার ৩১৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। যার মাধ্যমে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৯০ জন এবং নারী ৭৬৭ জন।