এক সপ্তাহের মধ্যে একদিনে আবারো করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হলো অস্ট্রেলিয়ায়। যদিও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিক্টোরিয়া রাজ্য। সেখানেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫ জন, যা মহামারি শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। গত ১২ আগস্ট ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে মারাত্মক দিন, ওই দিন করোনায় ২১ জনের প্রাণহানি হয়েছিল।
দক্ষিণ পূর্বাঞ্চল রাজ্যটির কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ২৮২ জনের করোনা ধরা পড়েছিল। যা আগের দিন রোববার (১৬ আগস্ট) ছিল ২৭৯ জন।
এই মাসের শুরুর দিকে প্রায়ই একদিনে ৭০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউন ঘোষণা করে ভিক্টোরিয়ায়। এর সুফল পেয়েছে হাতেনাতে।
এ পর্যন্ত গোটা দেশে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৩ হাজারে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ৪২১ জনের।