মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৪১ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৯২ শতাংশ।
তবে ২৪ ঘণ্টায় টানা ১০ দিন পর করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের নিচে নেমে এসেছে। রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত ৫৭ হাজার ৯৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০ লাখের মতো করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একদিনে সুস্থ সাড়ে ৫৭ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭২.৫১ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৯ শ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র (১১১১১), অন্ধ্র প্রদেশ (৮০১২), কর্নাটক (৭০৪০), তামিলনাড়ু (৫৯৫০), উত্তর প্রদেশে (৪৩৫৭)।
কোভিডে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র (২৮৮), তামিলনাড়ু (১২৫), কর্নাটক (১১৬), অন্ধ্র প্রদেশ (৮৮) ও উত্তর প্রদেশ (৫৬)।