টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ আরো দুজন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, তার স্ত্রী কুকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শিউলী খাতুন, আল আমিনের বাবা সোহারাব হোসেন (৭০) ও মা হাজেরা বেগম (৬৭)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি রাবনা বাইপাস এলাকায় মহাসড়কের আন্ডারপাস দিয়ে টাঙ্গাইল শহরের দিকে ঢুকছিলো। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ছয় জন গুরুতর আহত হয়।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই ঘটনায় আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান কামাল হোসেন।