মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে বয়স্করা, এই ধারণাকে ভুল করে সুস্থ হলেন ১০৭ বছর বয়সি এক নারী। শুধু তাই নয়, মাত্র ১০ দিনের মধ্যে করোনাজয় করেছেন তিনি। চমকে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে, সপ্তাহখানেক আগে মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছিল ভারতে মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা ওই নারীর, খবর এনডিটিভির।
জেলার সিভিল সার্জন অর্চনা ভোশলে আজ শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘সম্প্রতি তার মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছে এবং ভাইরাস পরীক্ষায় যখন তার পজিটিভ হলো, তখন তাকে সুস্থ করে তোলার জন্য তার বয়সটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
এই শতবর্ষী নারীর ৭৮ বছর বয়সি মেয়ে, ৬৫ বছরের ছেলে এবং ২৭ ও ১৭ বছর বয়সি দুই নাতীরও করোনা পজিটিভ হয়েছিল। করোনায় ১১ আগস্ট হাসপাতালে ভর্তি হন তারা। বৃহস্পতিবারই (২০ আগস্ট) তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।
বাড়ি ফেরার আগে শতবর্ষী নারীর ছেলে বলেছেন, ‘আমরা সবাই বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম। আমরা বেঁচে গিয়েছি শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের নিবেদিত চিকিৎসার কারণে, এটা কোনও অলৌকিক ঘটনা নয়।’
শুক্রবার পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন এবং মারা গেছেন ৯৮৩ জন।