বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে।
করোনা লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৩ টি দেশ, বিভিন্ন অঞ্চল ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ২১৩ জন।
টানা কয়েক মাস ধরে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ২০০ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ জন।
30,503
তৃতীয় সর্বোচ্চ ৫৯ হাজার ৬১০ জন মারা গেছেন মেক্সিকোতে। ভারতে মারা গেছেন ৫৫ হাজার ৯২৮ জন। যুক্তরাজ্যে মারা গেছেন পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৪০৫ জন। ইতালিতে মারা গেছেন ৩৫ হাজার ৪২৭ জন। ফ্রান্সে মারা গেছেন ৩০ হাজার ৫০৩ জন। স্পেনে ২৮ হাজার ৮৩৮ জন।
পেরুতে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ২৪৫ জন। এ ছাড়া ইরানে ৩০ হাজার ৩৭৬ জন, কলম্বিয়াতে ১৬ হাজার ৫৬৮ জন, রাশিয়াতে ১৬ হাজার ১৮৯ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯৮৫ জন ও জার্মানিতে ৯ হাজার ৩২৮ জন।