ভারতে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। যা একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ হাজার ৭৬০ জনের করোনা রোগী শনাক্তের খবর দিয়েছে। একই দিনে সহস্রাধিক মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের উর্বরভূমিতে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এতদিন তা ৭০ হাজারের নিচে থাকলেও এবার তা পেরিয়ে গেলো। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।
আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারত। দেশটিতে টানা ২২ দিন দিন ধরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে সেখানে। রেকর্ড সংক্রমণের দিনে দেশটিতে এক হাজার ২৩ জন মারা গেছেন। মোট মৃত্যু বেড়ে ৬০ হাজার ৪৭২ জন দাঁড়িয়েছে।
একই সময়ে ৫৬ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছে, মোট ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.২৪ শতাংশ।
ভারতে সবচেয়ে মারাত্মক অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে ৭ লাখ ১৮ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গিয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। অন্ধ্র প্রদেশে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি লোকের করোনা পজিটিভ হয়েছে।