খোন্দকার মাহাবুবুল হক:- রসাটমের যান্ত্রিক উৎপাদন শাখা জেএসসি অটোমেনেরগোমাশের অঙ্গপ্রতিষ্ঠান এইএম টেকনোলজিত্ত তৈরি করা এই প্রথম রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ প্রধান কিছু সরঞ্জাম পাঠানো শুরু করেছে। রসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু প্রযুক্তি রপ্তানিকারক রোসাটম দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৪শ’ মেগাওয়াট সক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। রূপপুর প্রকল্পটি ঈশ্বরদীতে অবস্থিত। রসাটম তাদের সাম্প্রতিক ঘোষণায় জানায়, রাশিয়ার ভলোগোদোনস্কে অবস্থিত ‘অ্যাটোম্মেশ’ কারখানা থেকে একটি ভিভিইআর-১২০০ শ্রেণির পরমাণু চুল্লি ও বাষ্পীয় জেনারেটর তারা জাহাজে করে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন প্রকল্পে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।
রূপরূপ প্রকল্পে এমন দুটি ১২শ’ মেগাওয়াট সক্ষমতার পরমাণু চুল্লি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এগুলো স্থাপনের পর নির্ধারিত সময় অনুসারে সেগুলো সচল করা হবে। প্রথম চুল্লি সচলের জন্য নির্ধারিত সময় ২০২৩ সাল। আর দ্বিতীয়টি ২০২৪ সালে শক্তি উৎপাদনে যাবে। জেএসসি অটোমেনেরগোমাশের জেনারেল ডিরেক্টর আন্দ্রেঁই নিকিপেলোভের বরাত দিয়ে জানানো হয় উচ্চমানের যন্ত্রপাতি সঠিক সময়ে উৎপাদন করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও জানানো হয়, করোনাভাইরাস সঙ্কটের কারণে নানাবিধ যোগাযোগ নিষেধাজ্ঞার মধ্যেও তারা চুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম চুল্লিটির জাহাজিকরণ সম্পন্ন করতে পেরেছেন। চলতি বছরের শেষ নাগাদ রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছানোর আগ পর্যন্ত এসব উপকরণ সমুদ্রপথে ১৪ হাজার কিলোমমিটার পাড়ি দেবে- যা একটি সাফল্যের মাইলফলক।