মহামারি করোনাভাইরাসে বিশ্বের যে কোনো দেশে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে দিলো ভারত।
গতকাল শনিবার (২৯ আগস্ট) দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন।আর তাতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ অতিক্রম করেছে।
রোববার (৩০ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গেল ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী আক্রান্ত হওয়ায় তা বেড়ে হয়েছে ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জন। এর আগে ২৫ জুলাই একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৮ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছিল।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে অবস্থান করা ভারতে গত ২৬ দিন ধরে দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে।
একই সময়ে ভারতে করোনায় মারা গেছেন ৯৪৮ জন। তাতে মোট মৃত্যু বেড়ে ৬৩ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।
শনিবার সরকার চতুর্থ পর্যায়ের আনলকের জন্য গাইডলাইন ঘোষণা করে। তাতে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো সেবা চালু হচ্ছে। সংক্রমিত অঞ্চলের বাইরে লকডাউন থাকছে না বলে রাজ্য সরকারদের নির্দেশ দেওয়া হয়েছে।