ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে সিরিয়ায়। আর এই হামলাতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। খবর রয়টার্স, দ্যা জেরুজালেম পোস্ট ও ইসরায়েল টাইমসের।
সোমবার (৩১ আগস্ট) গোলান মালভূমি থেকে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছিল ইসরায়েল। তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে সিরিয়ার বিমান বাহিনী। কিন্তু দক্ষিণ দামেস্কের একটি অঞ্চলে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র।
দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ৫ জন ইরানি সৈন্য নিহত হয়েছে। এ ছাড়া একাধিক সাধারণ মানুষও নিহত হয়েছে। আহত হয়েছে অনেক। আর ইসরায়েল টাইমস বলছে মৃতের সংখ্যা ৬-এর অধিক। ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে যে সিরিয়া অভিযোগ করছে এই হামলা ইসরায়েল করেছে।
অবশ্য রয়টার্স সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বলছে মৃতের সংখ্যা ২। আর দুজনই বেসামরিক লোকজন। যদিও তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। তবে এই হামলা যে ইসরায়েল করেছে সেটা তারা নিশ্চিত করেছে।