যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার সময় করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট নিয়ে এসেছিলেন সাকিব আল হাসান। তবে বিকেএসপিতে অনুশীলন করবেন বলে নিয়ম অনুযায়ী আরেকবার করোনা পরীক্ষা করতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের। এই পরীক্ষাতেও রিপোর্ট নেগেটিভ এসেছে সাকিব আলো হাসানের।
ফলে ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে বিকেএসপিতে অনুশীলনে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের। বৃহস্পতিবার বনানীতে নিজের বাসা থেকেই করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন সাকিব। আজ (শুক্রবার) বিকেল ৫টার দিকে এই তারকা ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে। ফলে আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল সাকিবের জন্য।