ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) শিবিরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন কেবল বেড়েই চলেছে। নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া এবং লেয়ান্দ্রো পারদেসের পর আজ নতুন করে আরো তিনজনের করোনা আক্রান্তের খবর এসেছে। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও নতুন আক্রান্ত কারো নাম প্রকাশ করেনি।
এদিকে পিএসজিতে এখন মোট ছয়জনের করোনা ধরা পড়লো। ফলে অষ্টম লিগ শিরোপা জয়ের মিশনে অপেক্ষা বাড়বে দলটির। ফরাসি ফুটবলের নিয়মানুযায়ী চারজনের অধিক ফুটবলার করোনায় আক্রান্ত হলে, তাদের সুস্থতার আগ পর্যন্ত নির্দিষ্ট দলের খেলা বন্ধ থাকবে। ফলে পিএসজির প্রথম দুই ম্যাচ এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেলো। ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করার কথা পিএসজির। এরপর ১৩ সেপ্টেম্বর মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারদের।
এদিকে চ্যাম্পিয়নস লিগের খেলা শেষে স্পেনের ইবিজাতে ছুটি কাটাতে গিয়েছিলেন দলের ৬ জন তারকা। তারা হলেন ডি মারিয়া, পারদেস, নেইমার, কেইলর নাভাস, মাউরো ইকার্দি ও হেরেইরা। এদের মধ্যে সর্বপ্রথম ডি মারিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর নেইমার এবং পারদেসেরও রিপোর্ট পজিটিভ আসে। এবার আসলো আরো তিনজনের। ক্লাবের সব খেলোয়াড় এখন আইসোলেশনে আছে বলে নিশ্চিত করেছে পিএসজি।