নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মামলা হয়েছে। অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে মামলা করেছেন।
তিনি জানান, এ মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরিপ্রেক্ষিতে দোসী ব্যক্তিদের মামলায় আসামি করা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা|