স্পেনে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। আর এ নিয়ে পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, বর্তমানে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৫৪৯ জন। খবর আল জাজিরার।
গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ২ হাজার ৪৪০ জন। করোনায় মারা গেছে ৩২ জন।
নতুন সংক্রমণে তরুণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আক্রান্ত হলেও তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। যেটা সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে দ্রুত গতিতে।
এমন সময়ে স্পেনের বিভিন্ন অঞ্চলে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ছয় বছরের বেশি বয়সি ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। তাদেরকে দিনে অন্তত পাঁচবার হাত ধুতে হবে।
করোনার প্রথম দফা সংক্রমণ স্পেনকে বেশ ভুগিয়েছিল। কড়া লকডাউন আরোপের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটে তাদের। কিন্তু ইউরোপের অন্যান্য দেশের মতো সেখানেও আবার দ্রুত ঘটছে সংক্রমণ। এবার অবশ্য লকডাউনের বিষয়টি এখনো চিন্তা করছে না তারা। দেখার বিষয় ঠিক কিভাবে দ্বিতীয় দফা সংক্রমণের মোকাবেলা করে আটলান্টিক পাড়ের দেশটি।