নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর ভূমিধসে ভেসে গেল সিন্ধুপালচক জেলার একটি এলাকা।
শনিবারের ওই ভূমিধসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। আরো ২১ জন এখনও নিখোঁজ রয়েছেন।
শনিবার প্রবল বৃষ্টি হয় গোটা জেলাতেই। তার কারণে বরহাবিসে বীরখারা এলাকার ১৫টি বাড়ির ওপরে এসে পড়ে বিশাল কাদা মাটির স্তূপ। তাতেই চাপা পড়ে যায় ওইসব বাড়িঘর। দেরিতে উদ্ধার কাজ শুরু হলেও তাতে হাত লাগিয়েছে নেপালি সেনা ও পুলিশ। নিখোঁজদের সন্ধানে দিনভর চলে তল্লাশি।
এখনও পর্যন্ত যে ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৭ মহিলাও। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে চিরুনি তল্লাশি অভিযান চলছে।
এবার বর্ষায় এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ধসে ২৪৯ জনের মৃত্যু হয়েছে নেপালে। ৪৯ জন এখনও নিখোঁজ।