গত ২৪ ঘণ্টায় ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনায় ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মারা যাওয়ার তথ্য প্রকাশ করে।
এতে দেখা যায়, গেল ২৪ ঘণ্টায় আরো ৮৩ হাজার ৮০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ছাড়িয়েছে। একই সময়ে করোনা রোগে ১ হাজার ৫৪ জন মারা গেছেন। যার মাধ্যমে দেশটিতে করোনায় মারা যাওয়ার সংখ্যা ৮০ হাজার ৭৭৭ জনে দাঁড়িয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৭০ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন মহারাষ্ট্রে। এরপর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা এবং উত্তর প্রদেশের অবস্থান।
দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।