দ্বিতীয় দফা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারন করছে ফ্রান্সে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪৯৮ জন। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের রেকর্ড। খবর আল জাজিরার।
একই সময়ে সেখানে করোনায় মারা গেছে ২৬ জন। আর তাতে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ২৭৪ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪২ হাজার ১৯৪ জন।
শুক্রবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছিল ১৩ হাজার ২১৫ জন, বৃহস্পতিবার ১০ হাজার ৫৯৩ জন, বুধবার ৯ হাজার ৭৮৪ জন আর মঙ্গলবার ৭ হাজার ৮৫২ জন।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২৭ লাখ ২০ হাজার ৬৬৮।