ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের দ্বিতীয় দিনই দর্শকরা সুপার ওভার উপভোগ করলো। কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। যদিও সুপার ওভারটা পানসে করে দিয়েছেন দিল্লির বোলার কাগিসু রাবাদা। সেই জন্য অনায়াস জয় পেয়েছে তারা।
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ৮ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবও ১৫৮ রান করে ২০ ওভার শেষে।
এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাঞ্জাব আগে ব্যাট করতে নেমে ৩ বলে ২ রান করে অলআউট হয়। জবাবে ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় দিল্লি।
তার আগে হারতে বসা ম্যাচটিকে সুপার ওভার পর্যন্ত টেনে নেন মায়াঙ্ক আগাওয়াল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাঞ্জাবের হয়ে স্রোতের বিপরীতে দাঁড়ান আগারওয়াল। ৬০ বল খেলে ৭টি চার ও ৪ ছক্কায় করেন ৮৯ রান। তার ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব। শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে ম্যাচ টাই করেন আগারওয়াল। চতুর্থ বলে কোনো রান নেননি। মার্কাস স্টয়েনিসের পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। পরের বলে ক্রিস জর্ডান আউট হলে ৮ উইকেটে ১৫৭ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। আর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
তার আগে দিল্লিও ভালো ব্যাট করতে পারেনি। মিডল অর্ডারে তিনজন কেবল রান করেন। তার মধ্যে স্টয়েনিস ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৩ করেন। ৩৯ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। আর ৩১ রান আসে রিশাব পন্তর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
বল হাতে পাঞ্জাবের মোহাম্মদ সামি ৩টি ও শ্যানন কটরেল ২টি উইকেট নেন। আর দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন কাগিসু রাবাদা, রবীচন্দ্রন অশ্বিন ও মার্কাস স্টয়েনিস। ম্যাচসেরাও হয়েছেন স্টয়েনিস।