আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামি ২৫ ডিসেম্বর বড়দিনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত। যে স্বল্প সংখ্যক সাহসী সেনা ও নারী আফগানিস্তানে মোতায়েন আছে তারা বড়দিনে দেশে ফিরে আসবে। স্পুটনিক এর আগে গত বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেবার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে ৫ হাজারের কম। আগামী বছর তা আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
এছাড়া প্রতিরক্ষা বিষয়ক এ্যাসিসটেন্ট সেক্রেটারি ডেভিড হেলভি এর আগে আগামী মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা ফিরিয়ে আনার কথা বলেছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েন বলেন মার্কিনীদের ঘরে ফিরে আসা প্রয়োজন। তালেবানের সঙ্গে চুক্তি আফগানদেরই করতে হবে বলেও তিনি জানান।
রাজনৈতিক-সামরিক বিশ্লেষক ব্রায়ান ডাওনিং রেডিও স্পুটনিককে বলেন আফগানিস্তানে সকল পক্ষই যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও নির্লিপ্তভাবে তার সেনাদের ফিরিয়ে নিচ্ছেন এবং তালেবানদের মধ্যে অনেকে মনে করছেন শান্তি চুক্তি কেবলি একটি ছাড় কারণ আফগানিস্তানের বেশিরভাগ এলাকা এখন তাদের দখলে।