বেশ কিছু দিন আগের ঘূর্ণিঝড় আমপানের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভারতীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় ‘গতি’। ঘূর্ণিঝড়টি আন্দামান সাগর থেকে সৃষ্ট হওয়া নিম্নচাপ থেকে এই ঝড়ের উৎপত্তি। এটি এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ভারতীয় আবহাওয়া দপ্তর শনিবার এ তথ্য জানিয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকালে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়টি অন্ধপ্রদেশ উপকূল দিয়ে প্রবেশ করবে ওই রাজ্যে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৬৫ কিলোমিটার। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করা হতে পারে।
আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ , তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে রবি ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে এই দুদিন।