মিয়ানমারের প্রতিদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১৫৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ইতোমধ্যে লকডাউন কার্যকর করা হয়েছে। নগরীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
মিয়ানমারে এখন পর্যন্ত ২৬ হাজার ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৯৮ জন আক্রান্ত। আগষ্টের মাঝামাঝি থেকে দেশটিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হয়েছে।