উয়েফা নেশনস লিগে অবশেষে জয়ের দেখা পেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। লিগের তৃতীয় ম্যাচে এসে ইউক্রেনের বিপক্ষে জয়ের দেখা পেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার রাতে তারা ইউক্রেনকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। দুই অর্ধে দুটি গোল করে জোয়াকিম লো’র শিষ্যরা।
এর আগের দুই ম্যাচে সুইজারল্যান্ড ও স্পেনের বিপক্ষে লিড নিয়েও জয় পায়নি জার্মানি। ১-১ গোলে ড্র করেছিল। অবশেষে ইউক্রেনের বিপক্ষে এসে কাঙ্খিত জয়টি তুলে নিলো তারা। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে জার্মানি। অন্যদিকে সমান ম্যাচ থেকে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন।
ইউক্রেনের বিপক্ষে শনিবার ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় জার্মানি। এ সময় মাতিয়াস গিন্টার গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।
বিরতি থেকে ফিরে এসেই ব্যবধান দ্বিগুণ করেন লিওন গোরেজকা। এ সময় ইউক্রেনের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান তিনি।
অবশ্য ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ইউক্রেনের রুসলান মালিনোভস্কি গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আর কোনো গোল পায়নি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।