ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া ৭০ লাখ ছাড়িয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা ভারতে ৭৪ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। রোববার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯১৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যার তালিকায় ভারতের আগে এখন যুক্তরাষ্ট্র। তবে ভারতে যে হারে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় সংক্রমিতের মোট সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৫০৫ জন। অবশ্য মৃতের তালিকায় এখন তৃতীয়স্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই দক্ষিণ এশিয়ার এই দেশটির অবস্থান। রোববার ব্রাজিলে করোনায় মৃত্যু দেড় লাখ অতিক্রম করেছে।