বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। বয়স ষাটের কোঠা পার হলেও এখনো যেন চির তরুণ। কিন্তু গত ১০ বছর ধরে ‘অ্যাকিলিস টেন্ডন’ রোগে ভুগছেন এই অভিনেতা।
মাইক্রোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন অনিল কাপুর। এতে তাকে স্কিপিং বা দঁড়ি লাফ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত ১০ বছর ধরে অ্যাকিলিস টেন্ডন রোগে ভুগছি। বিশ্বের নানা জায়গায় চিকিৎসককে দেখিয়েছি। তারা বলেছেন, অস্ত্রোপচারই এই রোগমুক্তির একমাত্র উপায়। যদিও ডা. মুলার অস্ত্রোপচার ছাড়াই কিছু নতুন চিকিৎসার মাধ্যমে খোঁড়াতে থাকা আমাকে হাঁটতে এবং অবশেষে স্কিপিংয়ের মতো পরিস্থিতিতে নিয়ে এসেছেন।’
‘অ্যাকিলিস টেন্ডন’ রোগে হাঁটুর নিচে ও গোড়ালির টিস্যু ক্ষয় হতে থাকে। এক সময় হাঁটা বন্ধ হয়ে যায়। সম্প্রতি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এই রোগে ভুগছেন বলে জানিয়েছেন। এজন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
অনিল কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালাং’। করন জোহরের ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করবেন তিনি।