লাইসেন্স না থাকা ও ওজনে কম দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার ঈশ্বরদীর দুটি কারখানা ও একটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন পাবনার ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন পাবনা এবং বিএসটিআই রাজশাহীর যৌথভাবে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে।
বিএসটিআই রাজশাহী মাঠ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের জমসেদ আলী সরকারের ছেলে মোহাম্মদ মামুনে তত্ত্বাবধানে পরিচালিত ‘ ‘আরাবী ডিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে বিএসটিআই সনদ ছাড়া বিশুদ্ধ পানি উৎপাদনের অভিযোগে ৫০ হাজার ও শহরের নারিচায় আমিরুল ইসলামের মালিকানাধীন ‘স্বচ্ছ ডিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সনদসহ প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দুটিতে পানি উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
একইভাবে শহরের অরণকোলা মোড়ে অ্যানি ফিলিং স্টেশনের অকটিন মেশিনে ১০ লিটারে ২০০ এমএল কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত ও মোঃ সাইফুল ইসলাম। বিএসটিআই পরিদর্শক আজিজুল হাকিম ও মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।