সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ না ফেরার দেশে চলে গেলেন। বাংলাদেশ ফুটবলের এই প্রখ্যাত রেফারি মঙ্গলবার বিকেলে বারডেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি তিন মেয়ে, স্ত্রী ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১২ অক্টোবর বিএসএমএমইউতে ভর্তি হন আজীজ। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কিডনির সমস্যায় আবার ১৭ অক্টোবর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে করোনা টেস্টে পজিটিভ হন এবং লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে আবারো হৃদরোগে আক্রান্ত হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সে ফিফার ব্যাজ পাওয়া রেফারি। ১৯৭৪ সালে রেফারিং ক্যারিয়ার শুরু হয় আজীজের। ফিফার রেফারি নির্বাচিত হন মাত্র ২৬ বছর বয়সে।
১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আজীজ ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ফিফা রেফারি হিসেবে। ঘরোয়া ফুটবলে রেফারি ছিলেন পাঁচশতাধিক ম্যাচেরও বেশি। ১৯৯০ সালে তিনি যোগ দেন অগ্রণী ব্যাংকে, অবসর নেন ২০১১ সালে।