গত দুই সপ্তাহে গোটা চট্টগ্রামে করোনাভাইরাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রতিদিন ৪০ থেকে ৯০ জনের করোনা আক্রান্ত শনাক্ত হলেও কোনো মৃত্যু না ঘটনায় স্বস্তিতে রয়েছেন এখানের সাধারণ মানুষ।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯০৩ জনে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যানে জানা যায়, চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ২৪ ঘণ্টায়। এই সময়ে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা দুই সপ্তাহে করোনায় কোনো মৃত্যু নেই চট্টগ্রাম নগর ও জেলার উপজেলাসমূহে।
সিভিল সার্জন দপ্তর থেকে জানানো হয়, গত ১৪ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ছিলো ২৯৭ জন। এর মধ্যে ২০৪ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা। ১৪ অক্টোবরের পর এখানে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।