এক ঘণ্টার জন্য ফেনী সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হয়েছিলেন মাহবুবা তাবাসুম ইমা নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য এই আয়োজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফেনী সদর উপজেলা পরিষদের কার্যালয় এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসেবে ওই ছাত্রী চেয়ারম্যান আবদুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এ সময় তিনি নারীর প্রতি সহিংসতা রোধে, নারীবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং নারীর উন্নয়নে কাজ করতে বেশ কিছু পদক্ষেপ নেন।
এনসিটিএফ ফেনী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসেবে সুপারিশমালা তুলে ধরেন মাহবুবা তাবাসুম ইমা। একইসঙ্গে এক ঘণ্টায় উপজেলা পরিষদের বিভিন্ন কাজ করার পাশাপাশি তদারকিও করেন তিনি।
এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নিয়ে ইমা জানান, ৯২৮ বর্গ কিলোমিটারে ফেনী জেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে প্রবেশ পথকে ইভটিজিং মুক্ত করা হবে। স্কুলগুলোর সামনে থাকা ইভটিজারদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।
মাহবুবা তাবাসুম ইমা সংবাদিকদের প্রশ্নে বলেন, ‘আমি এখন প্রতীকী উপজেলা চেয়ারম্যান হয়েছি। আগামীতে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করবো। দেশকে ধর্ষক মুক্ত করবো।’
ইমা রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তিনি ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার সাবেক শিশু গবেষক।