প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। মঙ্গলবার (৩ নভেম্বর) তার জন্মদিন। করোনা মহামারির কারণে জন্মদিনের কেক কাটার মুহূর্তটি অনলাইনে ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন এ অভিনেত্রী।
কেক কাটার সময় তার পাশে থাকবেন মৌসুমীর স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা। এছাড়া মৌসুমী ফ্যান ক্লাব এবং ওমর সানী ফ্যান ক্লাব আলাদাভাবে দিনটি বিশেষভাবে উদযাপন করবে বলে জানিয়েছেন মৌসুমী। কিন্তু জন্মদিনে মৌসুমীর পাশে নেই তার মা। মা বিদেশে থাকার কারণে কিছুটা মন খারাপ এই তারকার।
১৯৭২ সালে ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন তিনি।
১৯৯৩ সালে দর্শকপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়ে দেশীয় চলচ্চিত্রে অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি।
প্রায় তিন দশক ধরে ঢাকাই সিনেমায় নিজের অভিনয় দক্ষতার দ্যুতি ছড়িয়ে আসছেন মৌসুমী। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন দুই শতাধিক সিনেমায়। এরমধ্যে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গে জুটি বেঁধেও।
মৌসুমী অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে সাফল্য পেয়েছেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ মৌসুমী পরিচালিত প্রথম সিনেমা। তারপর ২০০৬ সালে নির্মাণ করেন ‘মেহের নিগার’। এরপর নির্মাণ করেছেন ‘শূন্য হৃদয়’, ‘ভালোবাসবোই তো’ নামের দুটি সিনেমা।
দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন মৌসুমী। এর মধ্যে হলো- ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘প্রথম প্রেম’, ‘দেনমহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী’, ‘বধূ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘ভাংচুর’, ‘সাজন’, ‘শেষ খেলা’, ‘আত্মত্যাগ’, ‘বিশ্ব প্রেমিক’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘রাক্ষস’, ‘সুখের স্বর্গ’, ‘আদরের সন্তান’, ‘সুখের ঘরে দুঃখের আগুন’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘গোলাপী এখন বিলাতে’ প্রভৃতি উল্লেখযোগ্য। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নায়ক’।