খোন্দকার মাহাবুবুল হক:- পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের নব-নির্বাচিত সাংসদ ও মুজিব বাহিনী ঈশ্বরদী অঞ্চলের প্রধান আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে ‘ আন্তরিক সংবর্ধনা’ দেওয়া হয়েছে।
দেশের প্রথম ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বিএসবি-ক্যমব্রিয়ান এডুকেশন গ্রুপ ও ক্যমব্রিয়ানের ঈশ্বরদী ক্যাম্পাসের (নির্মাণাধীন) পক্ষ থেকে বর্ষীয়ান এই সাংসদকে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার গুলশানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের নিজস্ব মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাংসদ নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংসদ নুরুজ্জামান বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হক তাঁকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদীর সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস গোলাম রাব্বানী, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি জালাল উদ্দিন তুহিন। এছাড়াও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদা খানম, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, শ্রমিকনেতা জাহিদুল ইসলাম, নাসীর উদ্দিন খান রিপন, রাজন মালিথা, এ্যাড. শরীফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় ও সঞ্চালন করেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস বলেন, বিএসবি-ক্যামব্রিয়ান যেভাবে আমাকে সংবর্ধিত করেছে এতে আমি অভিভূত। তিনি ক্যামব্রিয়ানের প্রতিষ্ঠাতা লায়ন এম.কে বাশারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধের সময়ে তাঁর সাহসী অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্নীতিমুক্ত একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। একটি মহল নানা ষড়যন্ত্র করে আসছে। তাই ছাত্র রাজনীতির বর্তমান কিছু নেতিবাচক ধারা বদলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ছাত্র রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন ছাত্রলীগের অনেক সভাপতি বা সাধারণ সম্পাদক হয়েই কোটি কোটি টাকার মালিক হয়ে যান, তারা এত টাকা কোথায় পান? বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী-আটঘোরিয়া এলাকায় তাঁর দলের উন্নয়ন ভাবনা ও তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে বাশার বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। পিছিয়ে পড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ও একসাথে পথ চলতে চায় ক্যামব্রিয়ান। তিনি বলেন, করোনার দুঃসময়ে বর্তমান সরকারের তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি ড্রইং রুমকে কাসরুমে পরিণত করার মাধ্যমে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করাও এখন অপরিহার্য হয়ে পড়েছে।