প্রয়াতকবি রাকিবুল হক ইবন-এর কবিতা
এক.
ঈশ্বরের এক চোখ
কিন্তু আমর অনেক।
দুই.
একজনকে
ভাঙতে
হবে
বাধ
একজনকে ভাঙতেই হয়
সে জোয়ারে ভেসে যাবে সব্বাই।
তিন.
মার্কস, এঙ্গেলস্, লেনিন
প্রকৃতপক্ষে পৃথিবীর অযোনি-সম্পৃক্ত
সহোদরদের মধ্যে এরাই হচ্ছে
ধাবমান মানুষদের প্রথম সফল উদ্ভাবন।