রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। উৎসবে আর আনন্দে ঘেরা এই ঈদে, মেহেদী ছাড়া কি হয় সম্পূর্ণ বাঙালি রমণীর ঈদ? ঈদের আগের রাতে মেহেদী লাগানোর প্রচলন জেনারেশন ধরে চলে আসছে। আগে যেমন সনাতন পদ্ধতিতে পাটায় পিষে হাতের মাঝ খানে গোলাআকৃতির নকশার প্রচলন ছিল এখন সেটা সময়ের ব্যবধানে অনেক আধুনিকায়ন হয়েছে। বাজারে এখন রকমারি টিউব ও কোন মেহেদির সমাহার আর গোল আকৃতি নকশার গন্ডি পেরিয়ে এসেছে শৈল্পিকতার ছোঁয়া। সম্পর্কের পাঠকদের জন্য তেমনি কিছু শৈল্পিক নকশা এঁকেছেন
সিনথিয়া ও মিষ্টি।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.