এক সঙ্গে বৈঠক করার পর এক সংসদ সদস্যের করোনা পজিটিভ জানার পর সেলফ আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি জানিয়েছেন, এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে এখনও কোনো লক্ষণ দেখা যায়নি।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ্যাশফিল্ডের সংসদ সদস্য লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট মিটিং করেন বরিস জনসন। পরে করোনা পরীক্ষায় ওই সংসদ সদস্যের ফল পজিটিভ আসে।
রোববার এক টুইটে বরিস জানান, আজ আমি এনএইচএস’র সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে।
আমার করোনার কোনো লক্ষণ নেই, তবে আমি নিয়ম মেনে অফিস থেকে কাজ চালিয়ে যাবো বলেও জানান তিনি।