থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ ও সংঘর্ষে ৪১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে।
গত জুলাই থেকে চলে আসা তরুণদের নেতৃত্বে নতুন এ বিক্ষোভের পর এটাই সবচেয়ে মারাত্মক সংঘর্ষ। খবর রয়টার্সের।
প্রতিবাদকারীরা থাই পার্লামেন্টের দিকে যেতে শুরু করলে পুলিশ এবং রয়্যাল কাউন্টার বিক্ষোভকারীদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয়।
পার্লামেন্টের বাইরে রেজর তারের ব্যারিকেড ও কংক্রিটের বাধা সরিয়ে বিক্ষোভকারীরা এগোতে শুরু করলে পুলিশ জল-কামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে।
এদিকে পুলিশ গুলি বা রাবার বুলেট নিক্ষেপ অস্বীকার করে জানায়, কারা গোলাগুলি করেছে সে বিষয়ে তারা তদন্ত করছে।
ব্যাংককের এরাওয়ান মেডিক্যাল সেন্টার জানায়, সংঘর্ষে কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন টিয়ার গ্যাস এবং ৫ জন গুলিতে আহত।