তামিম ইকবাল ইনিংস সেরা রান করলেও অন্যরা অবদান রাখতে পারেননি। তাতে মাত্র ১৩৫ রানের লক্ষ্য পেয়ে বাবর আজমের দারুণ ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন হলো করাচি কিংস।
করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করে লাহোর। জবাবে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান করে করাচি। ফাইনাল তারা জেতে ৫ উইকেটে।
তামিমের সঙ্গে ফখর জামান ওপেনিংয়ে ভালো শুরু করেন। ১১তম ওভারের প্রথম বলে উমাইদ আসিফ এই জুটি ভাঙেন। দুজনকে ফেরান চার বলের ব্যবধানে। তামিম ৩৮ বলে চারটি ৪ ও একটি ৬ মেরে ৩৫ রানে আউট হন। ফখর ২৪ বলে ২৭ রান করে বিদায় নেন।
পরে আরো সাত ব্যাটসম্যান নেমেও তামিমকে ছাড়াতে পারেননি। বাংলাদেশি ব্যাটসম্যানের ইনিংস ছিল সর্বোচ্চ।
উমাইদের সমান দুটি করে উইকেট নেন ওয়াকাস মাকসুদ ও আরশাদ ইকবাল।
জবাবে চতুর্থ ওভারে ওপেনার শারজিল খানকে হারালেও বাবরের হাফসেঞ্চুরিতে জয় পায় করাচি। ৪০ বলে ৬ চারে ফিফটি করেন অধিনায়ক।
চ্যাডউইক ওয়ালটনের (২২) সঙ্গে বাবরের ৬১ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। পাকিস্তানের অধিনায়ক সপ্তম চার মেরে দলকে জেতান। ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন বাবর। ১০ রানে খেলছিলেন ইমাদ।