লেবাননের কারাগার থেকে পালিয়েছে ৬০ বন্দি। এদের মধ্যে পাঁচ জন গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার লেবাননের নিরাপত্তা সূত্র এই সব তথ্য জানিয়েছে।
লেবানিজ বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ভোরে বাদবা জেলার কারাগারের দরজা ভেঙে বন্দিরা পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৯ জন বন্দি পালিয়েছিল। এদের মধ্যে আট জনকে আটক করা হয়েছে। একটি গাড়ি আটকের পর তাতে করে পালানোর সময় পাঁচ জন নিহত হয়েছে।
গত এপ্রিলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, লেবাননের কারাগারগুলোতে দাঙ্গার ঘটনা ঘটেছে। কারাগারে করোনা সংক্রমণের আশঙ্কায় বন্দিদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছে।