ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা মাত্র ১ দিনের ব্যবধানে আরো কমেছে।
রোববার (২২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৩ নভেম্বর) সেই তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০০৩ সালের পর নভেম্বরে এটিই সর্বনিম্ন।
এর আগে গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি, ২০১৮ সালের রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি, ২০১৭ সালের রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে নভেম্বরে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৩৮ সালের ২৮ নভেম্বর রেকর্ড করা হয়।