এই তো মাত্র কিছুদিন আগের কথা। পুরো পৃথিবী যেন এক নির্মম মৃত্যুপুরী। প্রতিদিন বেড়ে চলা, প্রতি মুহুর্তে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া লাশের মিছিলে স্বজনের আর্তনাদ! কি এক বীভৎস নির্মম বাস্তবতায় মানুষ ক্রমশঃ দূরে সরে গেছে করোনা-আক্রান্ত আজীবনের প্রিয়মুখটি থেকে- নিজেকে বাঁচাতে, আশেপাশের অপরাপর প্রিয়জনদের বাঁচাতে।
সেই নির্মম অচেনা পৃথিবীতে কিছু মানুষ নিজের কথা না ভেবে, একান্ত নিজের পরিমন্ডল নিয়ে ভাবনায় ডুবে না থেকে মৃত্যুকে তুচ্ছ করে লড়ে গেছে অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে। মানুষকে বাঁচাতে, এই পৃথিবীকে বাঁচাতে অকুতোভয় এই যোদ্ধারা প্রাণ বিলিয়ে দিয়েছেন হাজারে হাজারে। লড়ে গেছেন নির্ভয়ে, এখনও লড়ে যাচ্ছেন প্রতিদিন। প্রতি মূহুর্তে।
‘খুঁজে বেড়াই’ শিরোনামে বাচনিক-এর এবারের বাৎসরিক আবৃত্তি আয়োজন-২০২০ উৎসর্গ করা হচ্ছে বিশ্বব্যাপী অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া এই করোনা-যোদ্ধাদের স্মরণে আর সেই থেকে এখনো নিরন্তর যুদ্ধ করে যাওয়া সকল করোনা-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও গভীরতম কৃতজ্ঞতা জানিয়ে, তাঁদের প্রতি দৃপ্ত স্যালুট জানিয়ে।
“বাচনিক” একটি আবৃত্তি সংগঠন। কবিতা আবৃত্তির পাশাপাশি এই সংগঠনটি চেষ্টা করছে কবি কিংবা কবিতার সঙ্গে সংশ্লিষ্ট সৃষ্টিশীলদের সম্মানিত করতে। এই আলোকে ২০১৭ সাল থেকে আমরা প্রবর্তন করি ‘বাচনিক সম্মাননা’। এরই ধারাবাহিকতায় এবার বাচনিক নব্বই দশকের অন্যতম আলোচিত আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী – কে ‘বাচনিক সম্মাননা -২০২০’- এ সম্মানিত করেছেন। রবিশঙ্কর মৈত্রী সাংগঠনিক আবৃত্তিচর্চা করছেন ১৯৯৩ সাল থেকে এবং তিনি আবৃত্তির একজন প্রশিক্ষকও বটে । আবৃত্তি প্রশিক্ষণের জন্য তিনি ঘুরেছেন বহুস্থানে বহুবার। বাংলাভাষা ও সাহিত্যের শুদ্ধ চর্চার জন্য তিনি নিরন্তর কাজ করেছেন। রবিশঙ্কর মৈত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের এই সম্মাননা গ্রহণ করতে সম্মতি দিয়েছেন। এজন্য রবিশঙ্কর মৈত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।
আগামী ২৮ নভেম্বর, ২০২০ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে আমাদের ৮ তম বাচনিকের বার্ষিক আবৃত্তির অনুষ্ঠান- ‘খুঁজে বেড়াই’ -এর পরিবেশনার সাথে আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বাচনিক এর এই অনলাইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।
তারিখঃ ২৮ নভেম্বর ২০২০ শনিবার কানাডা সময়ঃ সকাল ১১ টা। বাংলাদেশ সময়ঃ রাত ১০ টা ফ্রান্স সময়ঃ বিকাল ৫ টা
ইমেজ কৃতজ্ঞতাঃ জামিল বিন খলিল
Excellent post.