রাশিয়ার তৈরি করা করোনাভাইরাসের টিকা ‘স্পুৎনিক ভি’ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। দ্বিতীয় ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ২ ডোজের এই টিকার দাম ২০ ডলারের কম হবে। তবে রাশিয়ার নাগরিকরা এই টিকা পাবেন বিনামূল্যে। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়, গামালিয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে টিকার কার্যকারিতার পরিসংখ্যান পাওয়া গেছে। ৩৯টি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, টিকা পাওয়ার ২৮ দিন পর এটি ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় টিকা পাওয়ার ৪২ দিন পর দেখা গেছে এটি ৯৫ শতাংশেরও বেশি কার্যকর।
গামালিয়ার পরিচালক আলেক্সান্ডার গিনৎসবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘স্বেচ্ছাসেবকরা দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার ১ সপ্তাহ পর দ্বিতীয় পর্যালোচনাটি করা হয়েছিল। এর মানে হচ্ছে, দুটি ডোজ পাওয়ার পরই তাদের দেহ আংশিক প্রতিক্রিয়া দেখিয়েছে।’