বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৬ কোটি ৭ লাখ ২০ হাজার ৯৯৩ জন।
একই সময় করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ লাখ ২৬ হাজার ৮৪১ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ২০ লাখ ৩২ হাজার ১০৪ জন।
আক্রান্তের তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। আর মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন। গত আগস্ট থেকে দেশটিতে করোনা সংক্রমণের হার নতুন করে ঊর্ধ্বমুখী হওয়া শুরু করেছে। ২০ নভেম্বর দেশটিতে ২ লাখ ৪ হাজার ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পর এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫ জন। আর মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন। অক্টোবরের শেষ সময় থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমে এসেছে। পাশাপাশি এখানে মৃতের সংখ্যাও কমেছে।
অবশ্য ইউরোপের দেশগুলোতে সম্প্রতি করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে রাশিয়া, পোল্যান্ড ও ইউক্রেনের দৈনিক সংক্রমণ গড় ১০ হাজারের বেশি। এশিয়ায় সংক্রমণ এখনও বেশি ইন্দোনেশিয়ায়। এরপরই আছে জর্জিয়া ও পাকিস্তান। উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোতে সংক্রমণ হার সবচেয়ে বেশি। দেশটিতে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়েছে।