স্ত্রীসহ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব।
করোনায় আক্রান্তের বিষয়টি তৌসিফ মাহবুব নিজেই নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তৌসিফ মাহবুব তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জারা। আর ফ্লোরে শুয়ে আছেন তৌসিফ। ক্যাপশনে লিখেছেন—প্রতিটি স্বামীকে এই দিন দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি। শুধু বউ না তার বাড়ির সবাই এবং আমিও করোনায় আক্রান্ত। সবাই দোয়া করবেন প্লিজ।
জানা যায়, ফেসবুকে পোস্ট করা ছবিটি পুরোনো। সস্ত্রীক বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তৌসিফ। তবে তার স্ত্রী জারা একটু বেশি অসুস্থ।
দীর্ঘ তিন বছর প্রেম করার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌসিফ-জারা। পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।