স্প্যানিশ লা লীগার দল সেভিয়া। বুধবার সন্ধ্যায় ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে তাদের বিপক্ষে দারুণ এক সন্ধ্যা কাটালেন অলিভিয়ের জিরুদ। চ্যাম্পিয়নস লিগে ব্লুদের ৪-০ তে জিততে সবগুলো গোল করেছেন তিনি। এর সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে জায়গা করে নিলেন জিরুদ।
সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন জিরুদ। এই জয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল ‘ই’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে। পাঁচ ম্যাচে তাদের ১৩ পয়েন্ট।
কাই হাভার্জের অ্যাসিস্টে অষ্টম মিনিটে প্রথম গোল করেন জিরুদ। ৫৫ মিনিটে জর্জিনহো ও মাতেও কোভাচিচ তাকে বানিয়ে দেন দ্বিতীয় গোল। এন’গোলো কাঁতের ক্রস থেকে ৭৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি ফরোয়ার্ড। রাতের চতুর্থ গোলটি আসে ৮৪তম মিনিটে তার পেনাল্টি থেকে।
রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার পর দ্বিতীয় ফরাসি হিসেবে দুটি চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিকের কীর্তি জিরুদের। আর চেলসির হয়ে তার আগে এক ম্যাচে চার গোল করেছিলেন শুধু একজন, বর্তমান কোচ ল্যাম্পার্ড- ২০১০ সালের মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে।